Asiaitfbd
ASIA INTERNATIONAL TRADE FAIR

BANGLADESH

  • Home
  • About Us
  • Events
    • Upcoming events
    • Past events
  • Blog
  • Success Story
  • Contact us

International Trade Fair Chittagong 2025

  • Home
  • >> Playground>>
  • International Trade Fair Chittagong 2025

alt

বাংলাদেশের উদ্যোক্তা ব্যবসায়ীদের উন্নয়নে মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি, প্রচার ও প্রসারের লক্ষ্যে বিভিন্ন মেলা আয়োজন ও পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল ২৫শে মে, থেকে ০৬রা জুন, ২০২৫ তারিখ পর্যন্ত ১২ দিনব্যাপী স্থানীয় কাজীরদেউরীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে International Trade Fair Chittagong-2025 আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। যেখানে বাংলাদেশ সহ, পাকিস্তান, ইন্ডিয়া, থাইল্যান্ড, চায়না ও ইরানসহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেছেন।

আন্তর্জাতিক বাণিজ্য মেলা চট্টগ্রাম -২০২৫
বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা চট্টগ্রাম -২০২৫। মেলায় অংশ নেয় দেশ-বিদেশের দেড়শতাধিক স্টল।

নগরীর কাজীর দেউড়ি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ মেলা শুরু হয় গত ২৫মে এবং চলবে ০৬রা জুন পযন্ত। মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। মেলায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল ও চীনের স্টলসহ ১৫০+ স্টল অংশ নেয়। মেলায় দেশীয় বস্ত্র, প্রসাধনসামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য, আসবাব, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি সামগ্রী, চামড়া, আর্টিফিশিয়াল চামড়া, জুতাসহ চামড়াজাত পণ্য, খেলার সামগ্রী, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামিন, পলিমার, ইমিটেশন জুয়েলারি, হস্তশিল্পজাত পণ্য, গৃহসজ্জার উপকরণ নিয়ে স্টলের পরিসর সাজিয়েছেন দোকানিরা।
বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সকাল ১০টায় গেট খোলার পরপরই মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেছেন ক্রেতা-দর্শনার্থীরা। তারা বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটা করছেন। বেশি ভিড় লক্ষ্য করা গেছে গৃহস্থালি জিনিসপত্র, নারীদের পোশাক, কাপড় ও খাবারের দোকানগুলোতে। মেলা প্রাঙ্গণ বেশ গোছানো। পরিবার পরিজন নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই চলাচল করা যাচ্ছে।

মেলা প্রসঙ্গে চট্টগ্রাম সিটি মেয়র বলেন,
বাণিজ্যিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে এমন আন্তর্জাতিক মেলার আয়োজন অন্তত ইতিবাচক উদ্যোগ।

বিশেষ অতিথি আবুল হাসেম বক্কর ( সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জাতীয়তাবাদী দল) সভাপতি – মোঃ ইসাহাক মিয়া ( ব্যাবস্থাপনা পরিচালক, মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল)
স্বাগত বক্তব্য ছিলেন- আফসা মনসুর ( ব্যাবসায়ী, পাকিস্তান) ফুল দিয়ে বরণ করে নিয়েছেন- প্রধান অতিথিকে – মোঃ ইসহাক মিয়া ( ব্যাবস্থাপনা পরিচালক মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল)
বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করেন – মোঃ তানভীর আহমেদ (ম্যানেজার, মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল )
সম্মাননা স্মারক দিয়ে বরণঃ প্রধান অতিথি – ইসহাক মিয়া
বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক – মো: শহীদুল ইসলাম (সিনিয়র ম্যানেজার, মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল )
সার্বিক সহোযোগিতায় ছিলেন: মো:তানভীর আহমেদ, মো: শহীদুল ইসলাম, ববি আহসান, মো: সোহাগ, মো: দেলোয়ার হোসেন বাবু, মো: সাব্বির আহমেদ।

Start: May 25, 2025, 12:00 am
End: June 6, 2025, 11:55 pm
Venue: International Convention Center,Kazir Dewri, Chittagong
Organizer: M/s Mia Trade International

Book Your Event Now


Venue

International Convention Center,Kazir Dewri, Chittagong

Organized by

M/s Mia Trade International

About Us

21/22, Bashichron Sen Padder Stret, Dhaka -1100, Bangladesh

01712033584
asiaitfbd@gmail.com

Popular searches

  • Online Registration
  • Sell Event Tickets
  • Post Events
  • Event Planning Software
  • Online Event Management
  • Event Management Software
  • Event Payment

Follow Us On

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Instagram

WhatsApp us